নিজস্ব প্রতিবেদক : নিষ্ঠা ফাউন্ডেশন এর আয়োজনে মহান স্বাধীনতা দিবসের এক আলোচনা সভা ও দোয়া মাহফিল ২৬ মার্চ নিষ্ঠা ফাউন্ডেশন কার্যালয়ে নিষ্ঠার ট্রাস্টি ও ভাইস চেয়ারম্যান, দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার ডেপুটি এডিটর এম এ সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সংস্থার জেনারেল সেক্রেটারি ও চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন।
পিআরও আবদুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন সংস্থার আজীবন সদস্য আবু বকর সিদ্দিক, কলিম উল্লাহ, স্বেচ্ছাসেবক আসিফ, জাকারিয়া, ফখরুল, হায়দার, সানজিদ, সায়মা, হামিদ, জাহিদ, মেহেরাজ, সাকিল, মাহি, রুনা, সাজ্জাদ, নিশাত, সানজিদা, রবিন, সাব্বির প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, আমাদের বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমাদেরকে স্বাধীনতা লাল সূর্য এনে দিয়েছেন। তাঁদের কাছে বাঙালি চিরঋণী। তাঁদের স্বপ বাস্তবায়নের মাধ্যমে আমাদের তাঁদের ঋণ পরিশোধ করার চেষ্টা চালিয়ে যেতে হবে। আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে দেশপ্রেমিক হিসেবে। তাহলে সোনার বাংলাদেশ গড়া সম্ভব হবে। বাঙালির অগ্রযাত্রা কোনো অপশক্তি রোধ করতে পারবে না বলে তিনি মন্তব্য করেন।
