নিজস্ব প্রতিবেদক : এভার কেয়ার হসপিটাল চট্টগ্রামের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে দামপাড়া পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে সিএমপি’র পুলিশ সদস্যদের জন্য আজ ২৮ মার্চ আয়োজিত স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার)।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সিএমপির কমিশনার বলেন, রমজানে রোজা রাখার স্বাস্থ্যগত উপকারিতা এবং রোজা রেখে দীর্ঘ সময় পেশাগত দায়িত্ব পালন করেও কীভাবে সুস্থ থাকা যায়- সেই বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের উপর গুরুত্বারোপ করেন। এবং সিএমপি’র হোম গ্রাউন্ডে এই ধরনের আয়োজন করার জন্য এভার কেয়ার হসপিটাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ এবং উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আবদুল ওয়ারীশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং এভার কেয়ার হাসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রতিনিধিবৃন্দ।
