২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ মঙ্গলবার শরৎকাল

চট্টগ্রাম-৮ আসনে নৌকার প্রার্থী নোমান

বোয়ালখালী থেকে টিপু শীল জয়দেব : আসন্ন চট্টগ্রাম-৮ (বোয়ালখালী, চান্দঁগাও, পাঁচলাইশ, বায়েজিদ আংশিক) আসনের উপনির্বাচনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম নগর কমিটির সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ।
আজ ২৫ মার্চ সকালে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় বোর্ডের চট্টগ্রাম-৮ আসনের প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয়।
মোছলেম উদ্দিনের মৃত্যুতে শূন্য চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ২৭ জন ছিলেন মনোনয়ন প্রত্যাশায়।
নৌকার মাঝি নোমান মনোনয়ন পাওয়ার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার বোয়ালখালী প্রতিনিধি টিপু শীল জয়দেবকে জানাই,
তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশার মূল্যায়ন করায় আমার নেত্রী শেখ হাসিনার প্রতি আমি কৃতজ্ঞ। জনগণের সেবার করার জন্য নেত্রী যে আমার ওপর আস্থা রেখেছেন তার প্রতিদান অবশ্যই আমি দিবো। মানুষের মাঝে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে কাজ করার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণে ভূমিকা রাখবো।
নোমান আল মাহমুদ চট্টগ্রাম নগর যুবলীগের সাবেক সভাপতি এবং চট্টগ্রাম শহর ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছে।
উল্লেখ্য যে, তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ ২৭ মার্চ। মনোনয়নপত্র বাছাই ২৯ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহার ৫ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৬ এপ্রিল, ভোট গ্রহণ ২৭ এপ্রিল ইলেকট্রনিক ভোটিং মেশিনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।