১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার বসন্তকাল

চট্টগ্রামকে স্মার্ট চট্টগ্রামে পরিণত করার জন্য সরকারের নিকট বরাদ্দ চেয়েছি : পেয়ারুল

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার জন্য জেলা পরিষদের নিজস্ব আয় যথেষ্ঠ নয়। তাই তিনি নানামুখী উদ্যোগের মাধ্যমে জেলা পরিষদের আয় বাড়ানোর চেষ্টা করছেন। আবার জেলা পরিষদের মাধ্যমে আরও বেশি করে উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে চট্টগ্রামকে সার্বিকভাবে আধুনিক ও উন্নত স্মার্ট চট্টগ্রামে পরিণত করার জন্য তিনি সরকারের নিকট ৫০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছেন। ২৩ মার্চ জেলা পরিষদ চট্টগ্রাম এর মাসিক সভায় জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম উপরোক্ত কথা বলেন।
সভার শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭৫ এর ১৫ আগস্টে শহিদ বঙ্গবন্ধুর পরিবারবর্গ ও আত্মীয়-স্বজন, ৩ নভেম্বর শহিদ জাতীয় চার নেতা এবং সকল শহিদ ও পরলোকগত বীর মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে সম্ভ্রম হারানো মা-বোনসহ ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে অদ্যাবধি বাঙ্গালীর অধিকার আদায়ের সংগ্রামে অবদান রাখা সকল মহান ব্যক্তিদের স্মরণ করেন। জেলা পরিষদের মালিকানাধীন ভূ-সম্পত্তি উদ্ধার ও তাতে আয়বর্ধক প্রকল্প গ্রহণ, জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের ধরণ ও নাম সংশোধন, অর্থ-বছরের শেষ প্রান্তিকের উন্নয়ন প্রকল্প গ্রহণ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম মোসলেম উদ্দিন আহমদ এমপি, স›দ্বীপ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মরহুম মাস্টার শাহজাহান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মরহুম লায়ন শামসুল হক, বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. নুরুল আলম এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
সভার শেষে উপজেলা চেয়ারম্যান, মেয়র ও জেলা পরিষদ সদস্যদের পক্ষে বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়ায় এবং এনআইএলজি’র পরিচালনা বোর্ডে বাংলাদেশের সকল জেলা পরিষদ চেয়ারম্যানের পক্ষে প্রতিনিধি মনোনীত হওয়ায় এ টি এম পেয়ারুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।