২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ সোমবার শরৎকাল

উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম কেজি ও উচ্চ বিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থী বিদায় অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠিত ও পরিচালিত উত্তর কাট্টলী আলহাজ¦ মোস্তফা হাকিম কেজি ও উচ্চ বিদ্যালয়ে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী বিদায় অনুষ্ঠান ২৩ মার্চ দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অডিটরিয়ামে অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়। এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র শিক্ষা প্রতিষ্ঠান প্রধান আবদুছ সাত্তার মজুমদার। বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র আলহাজ¦ এম. মনজুর আলম-এর পুত্র সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব অত্র ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও ট্রাস্টের পরিচালক আলহাজ¦ মোহাম্মদ সাইফুল আলম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক মৌসুমী দাশ, অত্র কেজি স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেন সহ অন্যরা। উপস্থাপনায় ছিলেন শিক্ষক হ্যাপী দাশ। অত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৩ সালের ১৩৭ জন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ¦ মোহাম্মদ সাইফুল আলম বলেন, জ্ঞান ও সুশিক্ষা অর্জন ছাড়া আধুনিক বিশে^ টিকে থাকা সম্ভব নয়। তিনি স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা সহ শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে এবং প্রতিষ্ঠা অর্জনের লক্ষ্যে সকলকে উচ্চ শিক্ষা গ্রহণ করে নিজেদের প্রস্তুত করতে হবে। বিদায়ী শিক্ষার্থীদের আগামী এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করার লক্ষ্যে নিয়মিত পড়াশুনা করার আহ্বান জানান।