২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ মঙ্গলবার শরৎকাল

আইআইইউসিতে এর ডিপার্টমেন্টস ক্লাব ও ক্লাস রিপ্রেজেনটেটিভদের সাথে মতবিনিময় সভা

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর প্রক্টরিয়াল বডির উদ্যোগে ২২ মার্চ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিভাগীয় বিভিন্ন ক্লাব সমূহের নির্বাহী কমিটির সদস্য ও বিভিন্ন সেমিস্টারের ক্লাস রিপ্রেজেন্টেটিভ গণের সাথে একটি মত বিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান মিসেস রিজিয়া রেজা চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত শিক্ষার্থীদের তিনি প্রক্টরিয়াল বডির কাজে সহায়তা করতে অনুরোধ করেন এবং আইআইইউসির স্বকীয়তা বজায় রেখে ইতিবাচ কমনোভাব এবং কাজের মাধ্যমে এই ক্যাম্পাস কে শিক্ষা ও মননশীলতার সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে আহবান জানান।
সভার মূল আলোচক আইআইইউসির প্রক্টর এবং ইন্সটিটিউট অব ফরেন ল্যাঙ্গুয়েজেস (আইএফএল) এর ডিরেক্টর মোঃ ইফতেখার উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. হুমায়ুন কবিরএবং রেজিস্ট্রার আ.ফ.ম আখতারুজ্জামান কায়সার।