২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার বসন্তকাল

রেয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সাথে সিএমপি’র ট্রাফিক-দক্ষিণের সভা

আসন্ন পবিত্র মাহে রমজান ও পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, যানজট নিরসন ও জনসাধারনের নির্বিঘœ যাতায়াত নিশ্চিত সংক্রান্ত বিষয়ে রেয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদ ও ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা গতকাল ২১ মার্চ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। রেয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ ছালামত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবদুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এনএম নাসিরুদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৩১নং আলকরণ ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম মাসুম। বক্তব্য রাখেন সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগের টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমা ও টিআই (কোতোয়ালি) জিয়াউল হাসানসহ রেয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। রেয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতি মতবিনিময় সভার আয়োজন করেন।
সভায় পবিত্র মাহে রমজান মাসে নগরীর অতিরিক্ত যানজট নিরসন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাসহ কেনাকাটা করতে আসা জনসাধারণ যাতে দুর্ভোগের শিকার না হয় সে বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এনএম নাসিরুদ্দিন।
তিনি বলেন, রেয়াজউদ্দিন বাজার ও গোলাম রসুল মার্কেটের প্রবেশ মুখে সব্জি, ফলমূল ও অন্যান্য পণ্যদ্রব্য সকাল ৮টার মধ্যে লোড-আনলোড করতে হবে। ব্যবসায়ী সমিতি কর্তৃক রাস্তার পাশে অবৈধ দোকান-পাট উচ্ছেদপূর্বক ফুটপাত ও সড়কে নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত করতে হবে। যানবাহন চলাচলের সকল রাস্তায় সংশ্লিষ্ট সমিতির নিজস্ব লোকবল দিয়ে হকারমুক্ত রাখতে হবে। স্টেশন রোডস্থ ফুটওভার ব্রীজের পাশের রেলওয়ের খািল জায়গায় গাড়ি পাকিংয়ের জন্য রেলওয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা যেতে পারে।
ডিসি-ট্রাফিক বলেন, রেয়াজউদ্দির বাজারসহ আশপাশের বড়-ছোট সকল মার্কেট ও শপিংমল কেন্দ্রিক যানজট নিরসনের লক্ষ্যে রাস্তা ও মার্কেটের সামনে পার্কিং করা যাবেনা। মেইন রোড কেন্দ্রিক মার্কেট সমূহের সম্মুখ রাস্তার প্রবেশ পথ নিজস্ব জনবল দিয়ে পরিস্কার রাখা ও আগত যানবাহনে শৃঙ্খলা রক্ষা করতে হবে। রিক্সা-সিএনজি অটোরিক্সা ও হকার মুক্ত রাখার ব্যবস্থা করতে হবে। রাস্তা দখল করে দাঁড়ানো কিংবা ডাবল লাইনে পার্ককৃত যানবাহন অপসারণ করা হবে। সকল গুরুত্বপূর্ণ ফুটপাতে পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে ভাসমান দোকান-পাট অপসারণ করা হবে। সকলের আন্তরিক সহযোগিতা পেলে পবিত্র মাহে রমজান ও ঈদ-উল ফিতরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যানজট নিরসন সম্ভব হবে।