২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ সোমবার শরৎকাল

বিজ্ঞান আন্দোলন মঞ্চ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী

“মুক্তিযুদ্ধের অঙ্গিকার বৈষম্য রাখবো না আর”এই শ্লোগান কে সামনে রেখে মহান স্বধীনতার মাসে আজ ২২ মার্চ সকাল ১১টায় বিজ্ঞান আন্দোলন মঞ্চ চট্রগ্রাম জেলা শাখার উদ্দোগে পাহাড়তলী রেলওয়ে সরকারী স্কুলে মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শিত হয়। এতে উপস্থিত বিজ্ঞান আন্দোলন মঞ্চের কেন্দ্রীয় সংগঠক রায়হান উদ্দিন, জেলা আহ্বায়ক মিরাজ উদ্দিন এবং সদস্য প্রীতম বড়ুয়া, উন্মে হাবিবা।
৫১ বছর পূর্বে যুদ্ধের মধ্যদিয়ে একটা স্বাধীন দেশ পেয়েছি। কিন্তু দেশের সকল শিশুদের এখনো পর্যন্ত সর্বস্তরের শিক্ষার আওতায় আনতে পারিনি। এখনো অনেক শিশু অনাহারে বিদ্যালয়ে আসে, দারিদ্রতার কারণে ঝড়েপড়ে অনেক শিশু। আমাদের লক্ষ্য ছিলো শিক্ষা হবে যুক্তি ভিত্তিক যার ভিত্তি হবে বিজ্ঞান। কিন্তু সেখান থেকে আমরা অনেক দূরে সরে গেছি। বিজ্ঞান আন্দোলন মঞ্চ সেই স্বপ্ন নিয়ে কাজ করছে যা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিলো। আমরা প্রত্যাশা করি, তরুণ প্রজন্ম নিজেদের বিশ্বের সকল মুক্তিকামী মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সংগ্রাম জারি রাখবে।