১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার বসন্তকাল

চমেক বার্ন ইউনিটের প্রস্তাবিত জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক : আজ ২১ মার্চ চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালের প্রস্তাবিত বার্ণ ইউনিটের অবৈধ দখলে যাওয়া প্রায় ৫ একর জমি চট্টগ্রাম জেলা প্রশাসন এর সহযোগিতায় উদ্ধার করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানার নেতৃত্বে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পরিচালিত এ অভিযানে আনুমানিক ৩ শতাধিক সেমি পাকা স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।
মেডিকেল কলেজ কর্তৃপক্ষ অবৈধ দখলকারীদের বারবার নোটিশ দেওয়ার পরও জায়গা ছেড়ে তারা যায়নি। সর্বশেষ গতকাল পর্যন্ত সময়সীমা শেষ হওয়ার পর উচ্ছেদ অভিযানে নামে জেলা প্রশাসন। চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এ অভিযানে সহায়তা করে।
উল্লেখ্য, চীনা অর্থায়নে চট্টগ্রাম েেমিডকল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিট নির্মাণের জন্য এই জায়গাটি প্রস্তাবিত।