১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার বসন্তকাল

বিবিএফ উপানুষ্ঠানিক শিখন কেন্দ্রের অভিভাবক সভা অনুষ্ঠিত

বেসরকারি উন্নয়ন সংগঠন ব্রাইট বাংলাদেশ ফোরাম (বিবিএফ) বাস্তবায়িত “আউট অব্ স্কুল চিল্ড্রেন” প্রোগ্রাম এর আওতায় ঝরে পড়া শিশুর অভিভাবকদের এক সভা গত ১২ মার্চ ২০২৩ তারিখ চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ২৫ নং ওয়ার্ডস্থ সুন্দরী পাড়া-১ শিখন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। অভিভাবক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারি পরিচালক জনাব সৈয়দ মোক্তার হোসেন। সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা আহছানিয়া মিশন এর প্রতিনিধি ও আউট অব্ স্কুল চিল্ড্রেন প্রোগ্রামের জেলা ডেপুটি ম্যানেজার মোহাম্মদ ইসমাইল। সভায় অভিভাবকদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, এলাকায় ৮ থেকে ১৪ বছরের কোন শিক্ষার্থী যেন শিক্ষা বঞ্চিত না হয়। এ’ ব্যপারে এলাকার সকলকে সজাগ থাকার পরামর্শ দেন। শিখন কেন্দ্রের জন্য সকলকে সার্বিক সহযোগিতা করার আহবান জানান তিনি। তারা সরাসরি অভিভাবকদের সাথে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং পর্যায়ক্রমে সরকারি সকল সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস প্রদান করেন । বিবিএফ এর প্রোগ্রাম সুপারভাইজার সৌরভ বড়–য়ার সঞ্চালনায় অভিভাবক সভায় আরো উপস্থিত ছিলেন বিবিএফ সুপারভাইজার সিরাজুল ইসলাম, সুস্মিতা দত্ত, মাহবুবা আকতার ও শিক্ষক জাহেদা ইয়াসমিন।
উল্লেখ্য, বেসরকারি উন্নয়ন সংগঠন ব্রাইট বাংলাদেশ ফোরাম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়াধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর এই চলমান কর্মসূচি নেতৃত্ব প্রদানকারী সংস্থা ঢাকা আহছানিয়া মিশন’র মাধ্যমে চট্টগ্রাম নগরীর ৯ টি ওয়ার্ডে ঝরে পড়া প্রাথমিক শিক্ষাবঞ্চিত শিশুদের নিয়ে ৪০টি শিখন কেন্দ্রে ২৪০০ শিক্ষার্থীকে প্রাথমিক শিক্ষা প্রদান করে আসছে। এ প্রকল্পের শুরু থেকে সরকারি-বেসরকারি প্রকল্প সংশ্লিষ্ট সকলে ধারাবাহিকভাবে তৃণমুলপর্যায়ের সাথে সমন্বয় করে প্রকল্প বাস্তবায়নে সদা আন্তরিক। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের ”সোনার বাংলা” বাস্তবায়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন অভীষ্ট লক্ষ্য ২০৩০ কে সামনে রেখে শিক্ষাখাত-কে সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রাথমিক ও গণশিক্ষাকে অগ্রগণ্য হিসেবে বিবেচনায় এনেছেন। এরই ধারাবাহিকতায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাধ্যমে এই কর্মসূচি বান্তবায়ন হচ্ছে।