২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ মঙ্গলবার শরৎকাল

ওয়াসার উদ্যোগে জাতির পিতার ১০৩ তম জন্ম বার্ষিকী ও শিশু দিবস পালিত

বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানএর ১০৩ তম জম্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনের লক্ষ্যে সরকারী কর্মসূচী অনুযায়ী চট্টগ্রাম ওয়াসায় বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়, খতমে কোরআন, মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বিদেহী আত্মার মাগফেরাত ,দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়। এছাড়া ১৭ই মার্চের আলোচনায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরেন। শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি নং- ১০০৮ এর উদ্যোগে জন্মদিনের কেক কাটেন ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ,কে,এম ফজলুল্লাহ।
জনসংযোগ কর্মকর্তা কাজী নূর জাহান শীলার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ,কে,এম ফজলুল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ, প্রকৌশল,প্রশাসন), সচিব, বানিজ্যিক ব্যবস্থাপক, প্রধান প্রকৌশলী এবং সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।