চট্টগ্রামের অভিজাত হোটেল ওয়েলপার্ক রেসিডেন্স এর এক যুগপূর্তি অনুষ্ঠান নানান কর্মসূচীর মধ্য দিয়ে অনুষ্ঠিতহয় গত ৭মার্চ মঙ্গলবার। এ উপলক্ষে ওয়েল পার্ক রেসিডেন্স এর সেমিনার কক্ষে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওয়েল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সিরাজুল ইসলাম কমু বলেন, ওয়েল গ্রুপ স্বাধীনতাত্তোর সময়কাল থেকে দেশের উন্নয়ন অগ্রগতিতে অংশীদারিত্বের স্বাক্ষর রেখে চলেছে। ওয়েল গ্রুপতার অর্থনৈতিক কর্মকান্ডের মধ্য দিয়ে দেশের মানুষের মৌলিক চাহিদার প্রায় সবগুলো ক্ষেত্রকে সমৃদ্ধ করতে ভূমিকা রেখে চলেছে। বঙ্গবন্ধু কন্যার দুরদর্শী নেতৃত্বে দেশ যখন উন্নয়নের পথে অদম্য গতিতে এগিয়ে যেতে শুরু করে তখন চট্টগ্রামের উন্নয়নের পালেও ফাগুন হাওয়া লাগতে শুরু করে। কিন্তু উন্নয়নসহযোগী দেশী বিদেশীসংস্থা, দেশী বিদেশী বিনিয়োগকারী, ও অপরূপা প্রাকৃতিক সৌন্দর্যের টানে চট্টগ্রামে আসতে উৎসুক পর্যটকদের স্বাচ্ছন্দভাবে থাকা ও উন্নত খাওয়া দাওয়ার অভাব এখানে বিদ্যমান ছিল। এসব অসুবিধা দুরীকরণের লক্ষ্যে প্রতিষ্ঠিত ওয়েলপার্ক রেসিডেন্স প্রতিষ্ঠালগ্ন থেকে অসামান্য অবদান রেখে চলেছে। সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য পুরণে স্মার্ট চট্টগ্রাম গড়া অবশ্যই সকলের কর্তব্য। নগরীর অভিজাত এলাকায় অবস্থিত হোটেল ওয়েল পার্ক রেসিডেন্স স্মার্ট চট্টগ্রাম ও স্মার্ট বাংলাদেশ গঠনে অবদান রাখতে বদ্ধপরিকর।
ওয়েল পার্কের জেনারেল ম্যানেজার এম এ মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ওয়েল গ্রুপের শুভকাঙ্খি বিদেশী অতিথি চেং ইয়ং। আরো বক্তব্য রাখেন মামুন আল রশীদ, রানা কুমার মজুমদার, মেজবাহ উদ্দিন, বিশ্বনাথ দাস, রেজওয়ানুল ইসলাম, তানজীর আমীর, আব্দুল মাবুদ, মোরশেদুল আলম, শাহী এমরান, খোরশে দুল আলম প্রমুখ।
