৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার বসন্তকাল

সিএমপি’র ট্রাফিক দক্ষিণের উদ্যোগে হেলমেটবিহীন মোটসাইকেলের বিরুদ্ধে অভিযান

সড়ক নিরাপত্তা, সড়কে শৃঙ্খলা ও ট্রাফিক নিয়মাবলী বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত ২ মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ট্রাফিক পক্ষ-২০২৩। এরই অংশ হিসেবে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগের উদ্যোগে টানা কর্মসূচীর ৭ম দিন আজ ৯ মার্চ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর পাঁচ তারকা হোটেল ‘রেডিসন ব্লু মোড়ে’ হেলমেটবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। একইসাথে ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনাসহ এই কার্যক্রম সফল করার লক্ষ্যে যাত্রী, চালক ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে ট্রাফিক সচেতনতা বিষয়ে প্রচার-প্রচারণা চালানো হয়। সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন.এম নাসিরুদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিসি-ট্রাফিক (দক্ষিণ) এন.এম নাসিরুদ্দিন বলেন, অভিযান চলাকালে হেলমেটবিহীন যেসব মোটরসাইকেল সড়কে চলাচল করছে সেগুলোর বিরুদ্ধে সড়ক পরিবহন আইন-২০১৮ মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেওয়া
হয়েছে। অভিযানে অন্যান্যের মধ্যে অংশ নেন অতিরিক্ত ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) রইছ উদ্দিন, (টিআই-প্রশাসন) অনিল বিকাশ চাকমা, টিআই (আন্দরকিল্লা) বিপ্লব পালসহ সেখানে দায়িত্বরত সার্জেন্ট, বিএনসিসি ও স্কাউটস্ দল।