২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ শুক্রবার শরৎকাল

চট্টগ্রাম ওয়াসায় ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণ উদযাপন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম ওয়াসায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভা আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ,কে,এম ফজলুল্লাহ । আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ।
জনসংযোগ কর্মকর্তা কাজী নুর জাহান শীলার সঞ্চালনায় উক্ত সভায় চট্টগ্রাম ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন/ অর্থ), সচিব, বানিজ্যিক ব্যবস্থাপক, প্রধান প্রকৌশলীএবং সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।