২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ শুক্রবার শরৎকাল

চট্টগ্রামের বই মেলায় বসন্ত উৎসবে মাতবে চট্টগ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক : নগরীর জিমনেসিয়াম মাঠে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত অমর একুশে বই মেলা-২০২৩ এ আগামীকাল ১৪ ফেব্রুয়ানি বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে। এবারের বসন্ত উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে দুপুর দুইটায় প্রদর্শিত হবে প্রামাণ্যচিত্র ‘টুঙ্গিপাড়ার খোকাভাই’। এছাড়া আরো থাকছে বিভিন্ন সংগঠনের বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন শাহ আলম নিপু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চসিক প্যানেল মেয়র আফরোজা কালাম। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জয়নুল আবেদীন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মোঃ ইলিয়াস।