২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার শরৎকাল

মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করতে সরকার কাজ করে যাচ্ছে : এ টি এম পেয়ারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক : চন্দনাইশ জাঁহাগিরিয়া শাহ সুফী মমতাজিয়া দরবার শরীফে চট্টগ্রাম জেলা পরিষদ প্রদত্ত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাধীন বাংলাদেশ অভ্যূদয়ের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নির্দেশনায় মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী ও কর্মমুখী করার উদ্যোগ গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড গঠিত হয় এবং ঢাকাস্থ সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ক্যাম্পাসে এর কার্যক্রম শুরু হয়।
তার তনয়া জননেত্রী শেখ হাসিনা মাদরাসা শিক্ষা উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বর্তমানে বিএনপি জামায়াত রাষ্ট্র মেরামতের ধোঁয়া তুলে তাদের বিদেশি প্রভুদেরকে আমন্ত্রণ জানিয়ে এ দেশকে আফগান, লিবিয়া, ইরাক বানাতে চাচ্ছে যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলে তা কোন দিন সম্ভব হবে না।জেলা পরিষদের নির্বাচনে সহযোগিতা করার জন্য সকলকে ধন্যবাদ জানান।
জেলা পরিষদ চেয়ারম্যন বলেন, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে ৭ হাজার ৬১৮টি এম্পিও ভূক্ত মাদরাসায় ১ লাখ ৪৭ হাজার ৮০০ জন শিক্ষক ও কর্মচারীদের প্রতি মাসে বেতন ও ভাতা দেওয়া হচ্ছে। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে মাদরাসা শিক্ষক-শিক্ষার্থীদের প্রশাসনিক এবং একাডেমিক বিষয়ে মনিটরিং ,এমপিও ভূক্তকরণ, শিক্ষক এমপিও ভূক্তকরণ সহ মাদরাসা শিক্ষার একাডেমিক এবং কাঠামোগত উন্নয়নের কাজ করে যাচ্ছেন বর্তমান সরকার।
দরবারের সাজ্জাদানশীল হযরত মৌলানা শাহ সুফী সৈয়দ মোহাম্মদ আলীর সভপতিত্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, নির্বাহী কর্মকর্তা মোঃ দিদারুল আলম, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু, জেলা পরিষদের সদস্য দিলোয়ারা ইউসুফ, ফারহানা আফরিন জিনিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা, চেয়ারম্যান আব্দুর রশীদ কোম্পানি, যুবলীগ নেতা মীর মোহাম্মদ মহিউদ্দিন, চেয়ারম্যান আব্দুল আলীম, চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন, চেয়ারম্যান এস এম সায়েম, সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি কায়সার উদ্দিন চৌধুরী, মোহাম্মদ মামুন প্রমুখ।

উল্লেখ্য, আজ চন্দনাইশ উপজেলায় চট্টগ্রাম জেলা পরিষদ প্রদত্ত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড উদ্বোধন ও পরিদর্শন করেন জেলা পরিষদ চেয়ারম্যান।