২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ মঙ্গলবার শরৎকাল

আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগ গ ইউনিট এর বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস -২০২২ উপলক্ষে বিজয়ে ৫১ বছরে আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগ গ ইউনিট বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বিজয়ের প্রথম প্রহর উদযাপন করে। আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগ গ ইউনিট আয়োজনে মহান বিজয় দিবসে জাতীয় স্লোগান জয় বাংলার মাধ্যমে মোমবাতি প্রজ্জলন করে। উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হাসান। আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ, গ ইউনিট আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথি বলেন, জাতির পিতার নেতৃত্বে আমরা পেয়েছি মহান বিজয় এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমাদের সকলকে মুক্তিযুদ্ধের আর্দশ ধারণ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।