নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এটিএম পেয়ারুল ইসলাম। নির্বাচনে তিনি পেয়েছেন ২ হাজার ৫৬৭ ভোট। আজ ১৭ অক্টোবর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান। এছাড়া ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ঢুকে ছবি তোলার চেষ্টার অভিযোগে দুই ভোটারকে আটক করেছে পুলিশ।
তিনি বলেন, ১৫টি কেন্দ্রে ২ হাজার ৭৩০ ভোটারের মধ্যে ২ হাজার ৬৯৬ জন ভোট দিয়েছেন। যা ৯৮ দশমিক ৭৫ শতাংশ। এর মধ্যে আনারস প্রতীক নিয়ে এটিএম পেয়ারুল ইসলাম ২ হাজার ৫৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী মোটরসাইকেল প্রতীক নিয়ে নারায়ণ রক্ষিত পেয়েছেন ১২৪ ভোট।
এদিকে চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ঢুকে ছবি তোলার চেষ্টার অভিযোগে দুই ভোটারকে আটক করেছে পুলিশ। ফটিকছড়ি ও কর্ণফুলীর দুই কেন্দ্র থেকে তাদের আটক করা হয় এবং মোবাইল ফোন জব্দ করা হয় বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান। তিনি বলেন, ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করে ছবি তোলার চেষ্টা করায় ফটিকছড়ি উপজেলা শিল্পকলা একাডেমির শহীদ বীর মুক্তিযোদ্ধা শফিকুন নুর মাওলা গণমিলনায়তন ও কর্ণফুলীর শিকলবাহা ক্রসিংয়ের রিভারভিউ কমিউনিটি সেন্টার কেন্দ্র থেকে দুই জনকে আটক করা হয়। তাদের মোবাইল ফোন জব্দ করা হয়েছে। কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশের বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।
আনোয়ারা থানার আিফসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাসান বলেন, কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করার অভিযোগে তৌহিদুল নামে এক ইউপি সদস্যের ফোন জব্দ করেন নির্বাচন কর্মকর্তারা। এ বিষয়ে নির্বাচন কর্মকর্তারাই সিদ্ধান্ত দিবেন
