২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার শরৎকাল

বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হলো জাতীয় তথ্য বাতায়ন বিষয়ক প্রশিক্ষণ

আজ চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই প্রকল্পের সহযোগীতায় বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে জাতীয় তথ্য বাতায়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিভাগীয় পর্যায়ের সকল অফিস তাদের ওয়েব পোর্টাল হালনাগাদ করার মাধ্যমে জনসাধারণকে সরকারি বিভিন্ন সেবা ও কাজ সম্পর্কে যেন সহজেই তথ্য দিতে পারে, এটিই এ প্রশিক্ষণের মূল প্রতিপাদ্য বিষয়।
এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন এটুআই প্রকল্প পরিচালক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর। তিনি তার বক্তব্যে বলেন, সরকারি সকল অফিসকে অবশ্যই ওয়েব পোর্টালের আওতায় আসতে হবে এবং যথাযথভাবে তথ্য হালনাগাদ করতে হবে । এতে সাধারণ জনগণ হাতের মুঠোয় সকল সরকারি সেবা ও তথ্য পেয়ে উপকৃত হবে। ওয়েব পোর্টাল হালনাগাদের দায়িত্ব সকল সরকারি অফিসকে ঠিকমত পালন করতে হবে অন্যথায়, জবাবদিহীতার আওতায় আসতে হবে। এসময় তিনি উপস্থিত চট্টগ্রাম বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীকে প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, আপানারা নিজেরা জানবেন শিখবেন এবং অন্যদের অনুপ্রাণিত করবেন যেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমরা ভূমিকা রাখতে সক্ষম হই। তিনি সকলকে দক্ষতা অর্জনের জন্য পরামর্শ প্রদান করেন যাতে ভ্যবিষ্যতে সরকারি অফিসকে পেপারলেস ও মানিলেস করা সম্ভব হয়।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো: মিজানুর রহমান প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন এটুআই প্রকল্পের সিনিয়র সহকারী কমিশনার ও ন্যাশনাল পোর্টাল ইমপ্লিমেন্টেশন এক্সপার্ট মো: মাইনুল আবেদীন ও ন্যাশনাল কনসালটেন্ট মাসরুর মোহাম্মদ শান্ত।