২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার শরৎকাল

ইরানে শক্তিশালী ভূমিকম্প

ইরানের দক্ষিণাঞ্চলীয় এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। শনিবার বিকালে ইরানে এই ভূমিকম্পের আঘাত হানে। ভূমিকম্পটি রিখটার স্কেলে ছিল ৫ দশমিক ৫ মাত্রার। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৫ বলে জানিয়েছে ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি বলেও জানায় ইএমএসসি।
তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, শনিবার বিকালে হওয়া ভূমিকম্পটি রিখটার স্কেলে ছিল ৫ দশমিক ৬ মাত্রার।