২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ শুক্রবার শরৎকাল

নড়াইলসহ সারাদেশে নৃশংস সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চট্টগ্রামে বাসদের বিক্ষোভ সমাবেশ

নড়াইলসহ সারাদেশে নৃশংস সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ও মদদদাতাদের শাস্তির দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ চট্টগ্রাম জেলার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় আজ বিকাল ৫টায় নগরীর নিউমার্কেট মোড়ে।
সমাবেশ শেষে একটি মিছিল নিউমার্কেট মোড় থেকে আশেপাশের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তব্য রাখেন বাসদ চট্টগ্রাম জেলার ইনচার্জ আল কাদেরি জয়, সদস্য মহিন উদ্দিন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় সদস্য জসিম উদ্দিন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চবি শাখার সাধারণ সম্পাদক ঋজু লক্ষ্মী অবরোধ।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম চট্টগ্রাম জেলার সংগঠক জোবাইর বিণা, সুপ্রীতি বড়ুয়া, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগরের সভাপতি মিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক প্রীতম বড়ুয়া। সমাবেশ পরিচালনা করেন, বাসদ চট্টগ্রাম জেলার সদস্যা রায়হান উদ্দিন।
সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে ক্রমাগত সাম্প্রদায়িক হামলা ও এসব ঘটনায় বিচারহীনতার ফল হিসেবেই আমরা নড়াইলে সাম্প্রদায়িক হামলাকে দেখি।
গত ১৫ জুলাই ফেসবুক পোস্টের জের ধরে হামলা করা হয় নড়াইলের লোহাগড়ায়। এই ঘটনায় হিন্দু সম্প্রদায়ের ১০০টির বেশী বাড়ি-ঘর, দোকানপাট ভাঙচুর ও জ্বালিয়ে দেয়া হয়।
এর ১মাস আগে নড়াইলে আমরা একিরকম সাম্প্রদায়িক উস্কানিতে এক শিক্ষককে জুতার মালা পড়িয়ে লাঞ্চনার ঘটনা প্রত্যক্ষ করেছি।
এরকম শিক্ষক লাঞ্চনা, সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি-ঘড় জ্বালিয়ে দেয়াসহ, ধর্ষণ-হত্যার ঘটনা নিয়মিত দৃশ্যে পরিণত হয়েছে। ২০১২-২০২১ এই ৯ বছরে এরকম সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে প্রায় ৩৬৭৯ টি।
একদিকে দেশে চলমান বিচারহীনতার সংস্কৃতি ও শাসকদলের ধর্মকে ক্ষমতার স্বার্থে ব্যবহারের অপরাজনীতিই এসকল ঘটনাকে উসকে দিচ্ছে।
একদিকে মুখে অসাম্প্রদায়িকতার কথা, অন্যদিকে হেফাজতসহ বিভিন্ন সাম্প্রদায়িক গোষ্ঠীর সাথে আতাত ও সাম্প্রদায়িক হামলার বিচার না করার ঘটনাতেই সরকারের হীন রাজনৈতিক চরিত্র আমাদের সামনে স্পষ্ট হয়।
সমাবেশে বক্তারা, এসব হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দেশের সচেতন মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।