২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ শুক্রবার শরৎকাল

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শাহরিয়ার কবির বদলি

দৈনিক নিউজ চাটগাঁ ডেক্স : চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবিরকে পদোন্নতিপূর্বক বদলি করা হয়েছে। তাকে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়। ১৭ জুলাই দুপুরে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক বদলি আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।
এর আগে ফেনী জেলার সিভিল সার্জন থাকাকালে পদোন্নতি পেয়ে ২০১৯ সালের ১৫ মার্চ হাসান শাহরিয়ার কবির চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্ব গ্রহণ করেন। উল্লেখ্য, এই বদলি আদেশে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে।