২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ বৃহস্পতিবার শরৎকাল

১মাস পরও সীতাকুণ্ডে বিএম ডিপোর থেকে দেহাবশেষ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনার একমাস পূর্ণ হওয়ার দিনে আরও কিছু হাড়গোড় উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, হাড়গোড়গুলো একজন মৃত ব্যক্তির। এ হিসেবে পুলিশ এখন মৃতের সংখ্যা ৫০ জনে দাঁড়াল বলে জানিয়েছে।
সীতাকুণ্ড থানার সূত্রে জানা যায়, বিএম ডিপোর ভেতরে টিন শেড পরিষ্কার করতে গিয়ে একজনের দেহাবশেষ পাওয়া গেছে। শরীরের পুড়ে যাওয়া অংশবিশেষসহ মাথার খুলি পাওয়া যায়। এ নিয়ে ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৫০ জন নিহত হয়েছেন। দেহাবশেষটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডিএনএ টেস্ট করার পর পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।
প্রসঙ্গত, গত ৪ জুন দিবাগত রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। এরপর সেখানে বিস্ফোরণ ঘটে।