২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ বৃহস্পতিবার শরৎকাল

মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির পাহাড়তলী বাজার মাহফিল অনুষ্ঠিত

মাইজভা-ারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ পাহাড়তলী বাজার শাখার উদ্যোগে মাসিক মাহফিল ও সুফি বৈঠক মাগরিব সংগঠনের রেলওয়ে স্কুল সংলগ্ন কার্যালয়ে সংগঠনের সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাইজভা-ারী গাউছিয়া হক কমিটি দক্ষিণ রাউজান শাখার সাবেক সদস্য সচিব, স ম জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু প্রজন্ম লীগ চট্টগ্রাম মহানগরের সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. কালিম শেখ। প্রধান আলোচক ছিলেন আশেকে মাইজভা-ারী হাফেজ মওলানা শামসুল আলম।
সভায় বক্তারা বলেন, মাইজভা-ারী তরিকতে মানবতাকে সর্বাগ্রে প্রাধান্য দেওয়া হয়েছে। মাইজভা-ার দরবার শরীফে সকল ধর্মের মানুষ সমানভাবে সম্মানিত। এখানে কোন জাতি-ধর্ম ভেদাভেদ নেই। সকল মানুষের এবং সকল শ্রেণি-পেশার মর্যাদা ও স্থান সমান। মাইজভা-ারী তরিকতের মূল দর্শন হচ্ছে মানবপ্রেম ও মানবতা। বক্তারা সকল মাইজভা-ারী তরিকতের আশেক-ভক্তদের মানবপ্রেমে উজ্জীবিত হয়ে মাইজভা-ারী শরাফের খেদমতে আরও অগ্রণী ভূমিকা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
মাহফিল অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মো. আজাদ সওদাগর, মো. কামাল উদ্দিন, মো. ইব্রাহিম, সহ-সভাপতি মো. আক্কাস আলী, মো. নবী আলম, সাধারণ সম্পাদক মো. শাহেদ সওদাগর, সহ-সাধারণ সম্পাদক মো. জাফর আলী, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল, অর্থ সম্পাদক মো. আবদুল মতিন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাঈদ মিয়া, দপ্তর সম্পাদক মো. আজিম মিয়া, সহ-দপ্তর সম্পাদক মো. আলাউদ্দিন জনি, ধর্ম বিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলাম, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ মোস্তফা, কার্যকরী সদস্য জামাল ড্রাইভার, মো. সাহাবুদ্দিন, মো. আবুল কালাম মাঝি। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া, জিকির আজকার, মিলাদ-ক্বিয়াম ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মওলানা শামসুল আলম। সবশেষে ছেমা মাহফিল ও তবারুক বিতরণ করা হয়।