নিউজ চাটগাঁ ডেক্স : গত ১৮ মে স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত গুণীজন নাগরিক সংবর্ধনা কমিটি চট্টগ্রামের উদ্যোগে মহামারি করোনাকালে বিশেষ অবদান রাখা করোনাযোদ্ধা জাবেদ আবছার চৌধুরীর সম্মাননা অনুষ্ঠান নগরের চন্দনপুরাস্থ এনএসি ভবনে সংগঠনের সদস্য সচিব, অধ্যাপক ড. শেখ এ রাজ্জাক রাজুর সভাপতিত্বে সঞ্চালক জিয়াউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে কঠিন পরিস্থিতিতে অনেক মানুষ সাহসী ভূমিকা রেখেছেন। তাদের সাহসী ভূমিকার ফলে করোনা সংকটে চট্টগ্রাম মৃত্যুঝুঁকি থেকে মুক্ত থেকেছে। বক্তারা বলেন, করোনা সংকটকালে অনেক মানুষ নিজ আপনজনকে দূরে ঠেলে দিতে এবং মৃত্যুর মুখোমুখি দেখেও এগিয়ে আসেনি। কিন্তু কিছু মানবিক মানুষ মৃত্যুতে তুচ্ছ করে মানুষের জীবনকে বাঁচাতে এগিয়ে এসেছেন সাহসিকতার সাথে। তাদেরই একজন সাহসী মানবিক করোনাযোদ্ধা ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী। বক্তারা আরো বলেন, করোনাযোদ্ধা ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরীর সাহসিকতায় চট্টগ্রাম করোনা সংকটকালে মৃত্যুর হ্রাসকরণে বিশেষ ভূমিকা রেখেছে।
সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সভাপতি আসাদুজ্জামান, মো. ওমর ফারুক ও ৬নং তৈলারদ্বীপ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আলী মুছা। সভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক হাসিনা জাফর, এম এ সবুর, মো. কামাল উদ্দিন, ভাস্কর ডি কে দাশ মামুন, সদস্য অধ্যাপক মাসুদ রানা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, অধ্যাপক শহিদুল ইসলাম, ড. শফিউল আজম প্রমুখ।
