নিজস্ব প্রতিবেদক : দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার উদ্যোগে আজ ২৫ এপ্রিল নগরীর চট্টগ্রাম একাডেমী হল প্রাঙ্গনে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার। উদ্ধোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সহ সভাপতি ডাঃ শেখ শফিউল আজম, স্বাগত বক্তব্য রাখেন দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হারাধন চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ভানু রঞ্জন চক্রবর্ত্তী, কলামিস্ট লায়ন এ.কে জাহেদ চৌধুরী, মেরন সান স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ লায়ন ড.মোহাম্মদ সানাউল্লাহ, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ পত্রিকার সহ সম্পাদক কাঞ্চন মহাজন, সাবেক ছাত্রনেতা এডভোকেট টিপুশীল জয়দেব। সভাপতিত্ব করেন ইফতার মাহফিল উদযাপন কমিটির সদস্য সচিব মুহাম্মদ মুছা।
আরো উপস্থিত ছিলেন দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সম্মানীয় ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে মোনজাত ও দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ আবদুল্লাহ