চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের সৃষ্টি। একটি পতাকা, মানচিত্র ও জাতীয় সঙ্গীত সৃষ্টির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশ স্বাধীন হওয়ায় স্বাধীনতার কাক্সিক্ষত স্বপ্ন পূরণে দেশকে যখন এগিয়ে নিচ্ছেন জাতির পিতা, তখন দেশদ্রোহী স্বাধীনতার পরাজিত শত্রুরা তাঁকে সপরিবারে হত্যা করে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার পথ বন্ধ করে স্বাধীনতার কাক্সিক্ষত স্বপ্ন পূরণ থামিয়ে দেয়। তিনি আরো বলেন, পরবর্তীতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে জাতির জনকের স্বপ্ন পূরণে নেতৃত্বে দেন। আজ বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে দেশ একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত। আর এই উন্নয়ন ও অগ্রযাত্রায় জাতির পিতার দেখানো পথ ধরে দেশকে এগিয়ে নিতে আগামী প্রজন্মরাই স্বপ্নযাত্রার অভিযাত্রী।
বঙ্গবন্ধু প্রজন্মলীগ চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ ১০ এপ্রিল জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সাথে সৌজন্যসাক্ষাতে মিলিত হন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সাহসী নেতৃত্বেই দেশের এই সোনালি অর্জন। জেলা প্রশাসক বলেন, দেশের এই সোনালি অর্জন ও সম্মান ধরে রাখতে প্রজন্মলীগের মতো মুক্তিযুদ্ধের চেতনার সংগঠনসমূহকে দায়িত্ব নিতে হবে।
বঙ্গবন্ধু প্রজন্মলীগ চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃবৃন্দ চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মুমিনুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
