২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ বৃহস্পতিবার শরৎকাল

খাদ্যপণ্যসহ গ্যাস-বিদ্যুৎ প্রতিবাদে ২৮ মার্চ আহুত আধাবেলা হরতাল

খাদ্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি প্রতিরোধ ও গ্যাস-বিদ্যুৎ-পানির মূল্যবৃদ্ধির অপতৎপরতা বন্ধে ও আগামী ২৮ মার্চ বাম গণতান্ত্রিক জোট আহুত অর্ধদিবস হরতালের সমর্থনে বাসদ চট্টগ্রাম জেলার বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয় আজ ৪টায় নগরীর নিউমার্কেট মোড়ে। বক্তব্য রাখেন, বাসদ চট্টগ্রাম জেলার ইনচার্জ আল কাদেরী জয়, সদস্য মহিন উদ্দিন। সমাবেশ পরিচালনায় ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রায়হান উদ্দিন।
আরোও বক্তব্য বলেন, দ্রব্যমূল্যের উর্ধগতিতে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। বিভিন্ন ছুতোয় খাদ্যপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে চলেছে সরকার। বাজারে কৃত্রিম সংকট তৈরি করে চাল, তেল, ডাল, পিয়াজ,পরিবহন ভাড়া, রান্নার গ্যাস ও শিক্ষার ব্যায় বৃদ্ধির চাপে পড়ে সাধারণ মানুষের জীবনে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে। । সরকার নতুন করে পায়তারা করছে গ্যাস-বিদ্যুৎ-পানির দাম বাড়ানোর। এই সময়ে মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত সরকারের জনবিরোধী ও স্বার্থান্বেষী চরিত্র আমাদের সামনে স্পষ্ট করে।
আজকে এই মূল্যবৃদ্ধির চক্রান্ত রুখে দিতে দরকার সকলের ঐক্যবদ্ধ সংগ্রাম। ভোজ্যতেল-চাল-ডাল-পিঁয়াজসহ খাদ্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি প্রতিরোধ ও গ্যাস-বিদ্যুৎ-পানির মূল্যবৃদ্ধির অপতৎপরতা বন্ধে আগামী ২৮ মার্চ বাম গণতান্ত্রিক জোট আহুত অর্ধদিবস হরতালে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহবান জানান।