১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার বসন্তকাল

মমতাজ উদ্দিন চৌধুরী ফাউন্ডেশন এর উদ্যোগে কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম

নগরীর খতিব পাড়ায় ব্রাইট স্পার্ক গ্রামার স্কুল সংলগ্ন মাঠে মমতাজ উদ্দিন চৌধুরী ফাউন্ডেশন এর উদ্যোগে সিভিল সার্জন চট্টগ্রামের মাধ্যমে চান্দগাঁও খতিব পাড়ায় ২৫০ জন গণমানুষকে গণটিকা জনসন দেওয়া হয়। টিকাদান কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের কায্যনির্বাহি সদস্য মুহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী রুমেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন এর জয়েন্ট সেক্রেটারি রফিকুল ইসলাম ,কায্যনির্বাহি সদস্য নিজাম উল আলম খান, সভায় সভাপতিত্ব করেন খতিব পাড়ার সর্দার বিশিষ্ট সমাজ সেবক জনাব জামাল উদ্দিন, সিভিল সার্জন চট্টগ্রামের প্রতিনিধি স্বাহ্য কর্মী প্রদীপ দাশ ও মুহাম্মদ রেজাউল করিম, টিকা কায্যক্রমের সমন্বয়ক ছিলেন সাজ্জাদ রণি। টিকা নেন ব্যাংকার মিসেস শাম্মি সুলতানা ও আতিক উল্যাহ সহ এরা প্রত্যকে ৫০ উর্ধো ২৫০ জন
এছাড়াও পঃ বাকলিয়াস্হ মমতাজ উদ্দিন চৌধুরী বাই লেইনে ভাসমান বস্তিবাসীদের ৭৫০, রুম ঘাটায় ৫৭০, কাজেম আলি স্কুল এন্ড কলেজ এ ৪৩০ জন কে,আজ খতিব পাড়া ২৫০ জনকে টিকা প্রদান করা হয়।