ইউক্রেনে রুশ হামলায় এ পর্যন্ত ২ হাজারের বেশি বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগ এক বিবৃতিতে এ তথ্য দাবি করেছে। বিবৃতিতে বলা হয়, প্রতি ঘণ্টায় শিশু, নারী ও প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা প্রাণ হারাচ্ছেন। রুশ হামলায় অসংখ্য বাড়িঘর, হাসপাতাল, স্কুল ও রাস্তাঘাট ধ্বংস হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। ইউক্রেনের প্রধান দুই শহর কিয়েভ ও খারকিভের দখল নিতে তুমুল যুদ্ধ চলছে।
