টিপু শীল জয়দেব : ১০ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে আইনজীবিদের অংশগ্রহণে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে দীর্ঘক্ষণ ভোট গগণা শেষে নির্বাচিতদের নাম ঘোষণা করে নির্বাচন কমিশন। সমিতির নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ হাশেম ২০৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ নিজাম উদ্দিন চৌধুরী পেয়েছেন ২০৫৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক আবুল হোসেন মোহাম্মদ জিয়াউদ্দিন। তিনি পেয়েছেন ১৯৫৭ ভোট।
অন্যপদে বিজয়ীরা হলেন সিনিয়র সহ সভাপতি মোঃ শফিক উল্লাহ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজিজ উদ্দিন (হায়দার), সহ সাধারণ সম্পাদক এরশাদুর রহমান, অর্থ সম্পাদক এম সালাউদ্দিন চৌধুরী (রিমু), পাঠাগার সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক লাইলা নুর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ মেজবাহ উদ্দিন (দোয়েল)।
কার্যনির্বাহী সদস্যপদে সমন্বয় পরিষদ ৪টি এবং ঐক্য পরিষদ ৬টি পেয়েছেন।
