চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর, পিপিএম এর উদ্যোগে ‘আমার গাড়ী নিরাপদ’ কার্যক্রম এর “হ্যালো সিএমপি “ অ্যাপস এবং সিএমপি ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার জয়নুল আবেদীন এর সার্বিক তত্ত্বাবধানে সার্জেন্ট/শিমুল মাহমুদ এর সহযোগিতায় সিএনজি ট্যাক্সিতে ফেলে আসা মূল্যবান ইলেক্ট্রনিক ডিভাইস, যন্ত্রপাতি ও গুরুত্বর্পূণ মালামাল সম্বলিত ব্যাগ ফিরে পেলেন যাত্রী মোঃ রহিম উল্ল্যাহ শাহ রুবেল ।
যাত্রী মোঃ রহিম উল্ল্যাহ শাহ গত ৪ ফেব্রুয়ারি, অক্সিজেন মোড় হতে একটি সিএনজি ট্যাক্সিতে উঠে আগ্রাবাদ বাদামতলী মোড়ে নেমে যান। দুর্ভাগ্যবশত তার মূল্যবান ব্যাগটি গাড়িতে ফেলে যান। পরক্ষণে তিনি টেক্সটাইল মোড় এস আলম সিএনজি পাম্পে গিয়ে সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে সিএনজি ট্যাক্সির নাম্বার সনাক্ত করেন। উল্লেখ্য যে, টেক্সটাইল মোড়ের এস আলম সিএনজি পাম্পে উল্লিখিত নাম্বারের সিএনজি ট্যাক্সিটি গ্যাস রিফিল করেন। গ্যাস পাম্পের সিসি টিভি ফুটেজ এর মাধ্যমে সিএনজির নাম্বার সংগ্রহ করে যাত্রী মোঃ রুবেল উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক- উত্তর) এর কার্যালয়ে সহযোগিতা পাওয়ার জন্য আসলে দায়িত্বরত অপারেশনস্ এবং লজিস্টিক অফিসার সার্জেন্ট শিমুল মাহমুদ বিস্তারিত জেনে নিয়ে ডিসি ট্রাফিক-উত্তর মহোদয়ের দিক-নির্দেশনায় হ্যালো সিএমপি অ্যাপস্ ব্যবহার করে চালকের সম্পূর্ণ নাম,ঠিকানা সংগ্রহ করেন এবং চালকের সাথে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করে গুরুত্বপূর্ণ মালামাল সহকারে হারিয়ে যাওয়া ব্যাগটি উদ্ধার করেন। পরবর্তীতে ১০ ফেব্রুয়ারি, যাত্রী মোঃ রহিম উল্ল্যাহ শাহ রুবেল এর হাতে ব্যাগটি তুলে দেন।
