২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ বৃহস্পতিবার শরৎকাল

ব্যাটিং কোচ অ্যাশওয়েল পদত্যাগ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের পদ থেকে পদত্যাগ করেছেন অ্যাশওয়েল প্রিন্স। তবে তার পদত্যাগপত্রটি গ্রহণের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দক্ষিণ আফ্রিকার ওয়েবসাইট ইনডিপেন্ডেন্ট অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে পরিবারকে আরও সময় দিতে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স।গত বছরের জুলাই মাসে বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৬টি টেস্ট, ৫২টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলা প্রিন্সের সঙ্গে বিসিবির চুক্তি ছিল আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। তার আগেই বিদায় নিতে চাইলেন প্রোটিয়া কোচ।