২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ বৃহস্পতিবার শরৎকাল

বড় আইনজীবী হয়েও নুরুচ্ছফা তালুকদারের মধ্যে অহমিকা ছিল না : মেয়র

২ ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রেস ক্লাবের আবদুলখালেক মিলনায়তনে বৃহত্তর চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ-এর পিতা মরহুম এডভোকেট নুরুচ্ছফা তালুকদারের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্যে রাখেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউলকরিম চৌধুরী।
উক্ত স্মরণ সভা সাবেক সভাপতি এডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল-এর সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকে টনিখিল কুমার নাথের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এডভোকেট মুজিবুলহক, রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, আইনজীবী সমিতির সাবেক সভাপতি চন্দন দাশ, সাবেক সাধারণ সম্পাদক মো. জিয়াউদ্দিন, আবদুররশিদ, অশোক কুমার দাশ, সাধারণ সম্পাদক এইচ এম জিয়া উদ্দিন, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম তালুকদার।
এই সময় সিটি মেয়র প্রধান অতিথির বক্তব্যে বলেন, মরহুম এডভোকেট নুরুচ্ছফা তালুকদার ছিলেন একজন সজ্জন ও ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। আইনজীবী হয়েও উনার মধ্যে কখনো অহমিকা ছিলনা। যার ফলে মৃত্যুরপরও আজকে আমাদেরকে অকৃপনচিত্তে তাঁকে স্মরণ করতে হচ্ছে। তাঁর কীর্তিগুলো থেকে নতুন প্রজন্ম শিক্ষা গ্রহণ করতে পারে। আমরাও যদি নুরুচ্ছফা তালুকদারের মত মানুষদের পথধরিতা হলে আমাদেরও সেই ধরণের কীর্তিমান হওয়ার সম্ভাবনা থাকে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক মাস্টার আসলাম খাঁন, এডভোকেট এম এ নাছের চৌধুরী, চন্দন তালুকদার, হুমায়ুন রশিদ রুবেল, রবিউল আলম, কাজী একতিয়ার উদ্দিন, সুভাষ বড়–য়া, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু প্রমুখ। প্র্রেস বিজ্ঞপ্তি