২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ বুধবার শরৎকাল

হযরত আহমদ উল্লাহ (ক:) এর ওরশ শরীফ অনুষ্ঠিত

নিচস্ব প্রতিবেদক : চট্টগ্রামের দক্ষিণ আগ্রাবাদ ছোট পোলস্থ আস্তানায়ে নজীর ভান্ডার দরবার শরীফে আঞ্জুমানে আশেকানে নজীর ভান্ডারী (কঃ) এর ব্যবস্থাপনায় মহান ১০ মাঘ আধ্যাত্মকি শরীয়তের অধিকারী গাউছুল আজম মাইজভান্ডারী হযরত আহমদ উল্লাহ (কঃ) এর ওরশ শরীফ অনুষ্ঠতি হয়। এতে ছদারত করেন শাহ ছুফী আলহাজ্ব মাওলানা ছৈয়দ আখতার কামাল শাহ্ আল্ মাইজভান্ডারী (মা:জি:আ:)। শাহজাদা ছৈয়দ মিনহাজুল আবেদিন রিফাত শাহ্ মাইজভান্ডারীর তত্বাবধানে এবং মাওলানা ছৈয়দ বেলাল উদ্দিন মাইজভান্ডারীর উপস্থাপনায় উক্ত মাহফিলে তকরীর পেশ করেন মাওলানা আবু মুসা ওসমানী। মাহফিলে ভক্তবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পবিত্র ১০ মাঘ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন শাহ ছুফী আলহাজ্ব মাওলানা ছৈয়দ আখতার কামাল শাহ্ আল্ মাইজভান্ডারী (মা:জি:আ:)।