ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের মেগা নিলাম আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে। নিলামের জন্য মোট ১২১৪ জন ক্রিকেটারের তালিকা তৈরি করেছে টুর্নামেন্ট কতৃপক্ষ। আর এবারের আইপিএলের মেগা নিলামে ঠাঁই পেয়েছে বাংলাদেশের মোট নয় ক্রিকেটারের নাম।
এর মধ্যে সাকিব এবং মোস্তাফিজের ভিত্তিমূল্য সর্বোচ্চ দুই কোটি রুপি। তবে নিলামে থাকা সাকিব ও মোস্তাফিজের নাম জানা গেলেও বাংলাদেশের বাকি সাত ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি এখনো। নিলামের তালিকায় সবচেয়ে বেশি ৫৯ জন ক্রিকেটার রয়েছেন অস্ট্রেলিয়ার।
