২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ মঙ্গলবার শরৎকাল

ক্ষমতায় আসতে চাইলে জনগণের পাশে থাকতে হবে : মুজিবুল হক চুন্নু

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু,এমপি বলেন আমি মুন্সিগঞ্জে এসেছি নেতাকর্মীদের কথা শুনতে, তাদের মতামত নিয়েই জেলা কমিটি করতে মাননীয় চেয়ারম্যান কে সুপারিশ করবো। সেইজন্য আমি আজ সারাদিনের জন্য এসেছি। শুধু বক্তব্য দিতে আসি নাই, বক্তব্য শুনতেও এসেছি। মুন্সিগঞ্জের মুক্তিযুদ্ধ মিলনায়তন কমপ্লেক্সে জেলা জাতীয় পার্টি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। পল্লীবন্ধু এরশাদ অনেক আশা করে তিন তিনবার মুক্তিযুদ্ধের চেতনার দল আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছিলেন। কিন্তু কি লাভ হয়েছে দেশের? কি লাভ হয়েছে জাতীয় পার্টির? লাভ হয়েছে তাদের যারা কানাডায় বেগম পাড়া বানিয়েছেন, যারা লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছেন। তিনি আক্ষেপ করে বলেন- আজকে সামান্য ইউনিয়ন পরিষদ নির্বাচনেও তারা বিনা ভোটে চেয়ারম্যান হতে চায়, লাঙ্গলের প্রার্থীকে তারা মাঠে দেখতে চায়না। এর জবাব একদিন আওয়ামী লীগকে দিতেই হবে।
উপস্থিত নেতাকর্মীদের উদ্যেশ্যে বলেন- সংগঠনের কোন বিকল্প নেই। ক্ষমতায় আসতে চাইলে জনগণের পাশে থাকতে হবে,তাদেরকে আমাদের পার্টির সাথে সম্পৃক্ত করতে হবে। তাই প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনকে শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন তিনি।