২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ বৃহস্পতিবার শরৎকাল

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সরকার কোন সিদ্ধান্ত নেয়নি : শিক্ষামন্ত্রী

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে গেলেও সরকার এখনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসিতে) শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীদের প্রথম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘সারাদেশে শিক্ষার্থীদের টিকাদানের কর্মসুচী জোরলোভাবে চলছে তাই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলে টিকাদানে ভাটা পড়তে পারে। সরকার শিক্ষা প্রতিষ্ঠান পরিস্থিতি গভীরভাবে পর্যাবেক্ষণ করছে। এখনো কোন শিক্ষা প্রতিষ্ঠানে সংক্রমনের খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরও ব্যাপারটা নজরদারি করছে। স্বাস্থ্য বিধি মেনেই সকলকে করোনা ভাইরাস মোকাবেলা করতে হবে।