২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার শরৎকাল

আকবর শাহ এলাকায় গ্রেফতার ৩ ছিনতাইকারী

কয়েকজন ছিনতাইকারী আকবরশাহ্ থানাধীন নিউ মুনসুরাবাদস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পার্শ্বে শ্যামলী কাউন্টারের সামনে ছুরি মেরে ভিকটিম মোঃ মজিবুল হক(২১) এর কাছ থেকে জোরপূর্বক নগদ ১,৪০০/- (এক হাজার চারশত) টাকা ও ০১(এক)টি মোবাইল ফোন সেট, যার মডেল অ২৬, যার মূল্য অনুমান ৭,০০০/-(সাত হাজার) টাকা নিয়ে যায়। বাদীর এরূপ অভিযোগের ভিত্তিতে আকবর শাহ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
উক্ত ঘটনার প্রেক্ষিতে এসআই(নিঃ)/মিজানুর রশিদ নৈশ ডিউটি করাকালে সংবাদ প্রাপ্ত হয়ে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলের পাশে মমতা ক্লিনিকের গলি হতে মোঃ আসিফুল ইসলাম(১৯)ও ইব্রাহীম খলিল রিয়াদ(২৯)দ্বয়কে ধৃত করেন। এসময় তাদের হেফাজত হতে ১ টি স্টিলের টিপ ছোরা, রক্তমাখা এক জোড়া স্যান্ডেল এবং নগদ ১,২০০/-(এক হাজার দুইশত) টাকা উদ্ধার করা হয়। ধৃত বিবাদীদ্বয়কে জিজ্ঞাসাবাদে ধৃত বিবাদীদ্বয় অপর বিবাদী রাজু এর নেতৃত্বে বর্ণিত ছিনতাইয়ের ঘটনাটি সংঘটন করে মর্মে জানায়। উদ্ধারকৃত টিপ ছোরা দ্বারা ঘটনাস্থলে ১(এক) জন ব্যক্তিকে ছুরি মেরে আহত করে নগদ ১,৪০০ টাকা ও ১(এক)টি মোবাইল ফোন সেট নিয়ে যাওয়ার বিষয়ে স্বীকার করে। ধৃত বিবাদীদ্বয়ের দেওয়া তথ্য মতে বিবাদী মোঃ রাজু (২৪)কে পাহাড়তলী থানাধীন তার বাসা হতে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত হতে অপর ০১টি স্টিলের টিপ ছোরা এবং ছিনতাইকৃত মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ রাজু এর বিরুদ্ধে নগরীর পাহাড়তলী ও আকবর শাহ থানা ০৫ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়াও মোঃ আসিফুল ইসলাম(১৯) এর বিরুদ্ধে নগরীর আকবর শাহ থানায় একটি নিয়মিত মামলা রয়েছে।