৬ জানুয়ারি’ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, কর্মের সফলতার মধ্যে দিয়ে দেশ ও জাতির উন্নয়ন করা সম্ভব। রাজস্ব কর্মকর্তা শাহেদা ফাতেমা চৌধুরী যে কবছর দায়িত্ব পালন করেছেন তাতে চসিক যেমন উপকৃত হয়েছে তেমনি তিনি নিজেও এখান থেকে তার অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ করেছেন। এরকম কর্মকর্তা দেশের জন্য সম্পদ। আজ বৃহস্পতিবার বিকেলে টাইগারপাসস্থ নগর ভবনে সম্মেলন কক্ষে রাজস্ব কর্মকর্তা শাহেদা ফাতেমা চৌধুরীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মেয়র চসিকের কর্মকর্তাদেরও তাঁর মত সততা ও নীতিনিষ্ঠার সাথে পথ অনুসরণ করে কাজ করার আহ্বান জানান।
প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে ও মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম’র সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, আইন কর্মকর্তা জসিম উদ্দিন, এস্টেট অফিসার জসিম উদ্দিন চৌধুরী, কর কর্মকর্র্তা আব্দুল আজিজ চৌধুরী প্রমুখ।
