২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ বৃহস্পতিবার শরৎকাল

নোবেল বিজয়ী ডেসমন্ড টুটু আর নেই

নোবেল বিজয়ী আর্চবিশপ ডেসমন্ড টুটু মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী নীতি অবসানে তার বড় ভূমিকা ছিল। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা রবিবার এক বিবৃতিতে ডেসমন্ড টুটুর মৃত্যুর খবর দেন। টুটুর মৃত্যুতে শোক প্রকাশ করেন তিনি। সংবাদমাধ্যম বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিশ্বে স্বনামধন্য ব্যক্তি ডেসমন্ড টুটু। বর্ণবাদ বিরোধী আইকন নেলসন ম্যান্ডেলার একজন সমসাময়িক ছিলেন তিনি। টুটু ১৯৪৮ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ সংখ্যাগরিষ্ঠদের বিরুদ্ধে শ্বেতাঙ্গ সংখ্যালঘু সরকার কর্তৃক জাতিগত বিচ্ছিন্নতা এবং বৈষম্যের নীতির অবসান ঘটাতে আন্দোলনের অন্যতম চালিকাশক্তি ছিলেন। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ বিরোধী সংগ্রামে তার ভূমিকার জন্য ১৯৮৪ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন।