২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ শুক্রবার শরৎকাল

তথ্য ও সম্প্রচার সচিবের চট্টগ্রাম বেতার পরিদর্শন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন পিএএ আজ বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি চট্টগ্রাম বেতার কেন্দ্রের সার্বিক উন্নয়ন বিষয়ে আলোচনা করেন।
আঞ্চলিক পরিচালকের কক্ষে অনুষ্ঠিত আলোচনায় তিনি এ কেন্দ্রের অবকাঠামো উন্নয়ন, অনুষ্ঠানের মানোন্নয়ন এবং সার্বিক অন্যান্য বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি এসব বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া বেতারের বর্তমান পদোন্নতিজট নিরসনে উপস্থিত কর্মকর্তাদের আশ^স্ত করেন।
চট্টগ্রাম কেন্দ্রের পরিচালক এস এম আবুল হোসেন, আঞ্চলিক পরিচালক এস এম মোস্তফা সারোয়ার, আবাসিক প্রকৌশলী নিত্য প্রকাশ বিশ^াস, উপ-বার্তানিয়ন্ত্রক মো. জাকির হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সচিব চট্টগ্রাম বেতারের উন্নয়ন প্রকল্পের অধীন নির্মিতব্য ভবনের স্থান পরিদর্শন করেন।