সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কথামালা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠের আসর ১৮ ডিসেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপনের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আবছার উদ্দিন অলির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফাজলে রাব্বি। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন পরিবেশবিদ মোঃ ইমতিয়াজ আহমেদ। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম মহানগর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমেদ এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ ব্যাংক প্রাতিষ্ঠানিক কমান্ড, চট্টগ্রামের সাবেক কমান্ডার গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি এস.এম. আজিজ, সহ-সভাপতি আজিমুল ইসলাম চৌধুরী, সাইফুল আলম, আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক আনোয়ারুল আজিম, ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, কোহিনুর আক্তার, ফরহাদ হোসেন মোস্তফা, মো. সেলিম, তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মতিউর রহমান সৌরভ, চিটাগাং এক্স শাহীন এসোসিয়েশন এর প্রেসিডেন্ট সাইদুল বাকীন, মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ মঞ্জুর আলম, আসিফ ইকবাল, তাসলিমা আক্তার নিশা, আলহাজ্ব কবির মোহাম্মদ, আব্দুল আজিম মুন্না, এছাড়াও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগ ও মহানগরের নেতৃবৃন্দ। মহান বিজয় দিবস উপলক্ষে মানবিক ডাক্তার মো. মহিউদ্দিনকে অসহায় শিশুদের চিকিৎসার জন্য সংগঠনের দশ হাজার টাকা প্রদান করা হয়। কবিতা পাঠে অংশগ্রহণ করেন আশিক আরেফিন, মোহাম্মদ আলী, বনকুসুম বড়–য়া, তামান্না ইসলাম।
