মহান বিজয় দিবসে দ: বাদুরতলা ও কাপাসগোলা (আংশিক) মহল্লা কমিটির উদ্যোগে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন, ক্রীড়া প্রতিযোগিতা, কবিতা পাঠ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিজয়ের পঞ্চাশ বৎসর পূর্তিতে ‘আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহল্লা কমিটির সভাপতি জনাব ছিদ্দিকুল ইসলাম। প্রধান অতিথির ছিলেন, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর মুহাম্মদ সিকান্দর খান, মুখ্য আলোচ ছিলেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন যুগ্ম সম্পাদক বিশিষ্ট সমাজ চিন্তাবিদ শ.ম. বখতিয়ার। আরো উপস্থিত ছিলেন হারুনুর রশীদ জাসেদ, মোফাজ্জল হায়দার, জসিম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মুহম্মদ সিকান্দর খান বলেন শিশু কিশোরদের ভবিষ্যতে সৎ যোগ্য দেশপ্রেমিক নাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে তাদেরকে সত্যিকারের ইতিহাস জানতে হবে। শিক্ষা, ক্রীড়া, সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রজন্মের ছেলে, মেয়েদের সন্ত্রাস, চাঁদাবাজি, দলবাজি, আড্ডাবাজি থেকে মুক্ত রেখে সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব। এসময় উপস্থিত আফরোজা সিদ্দিকা এ্যানি, আশিক, রাসেল, মুন্না, আনিস, কামরুল, রিফাত, আমির, নুরু, আরিফ ও অন্যান্য।
