২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ মঙ্গলবার শরৎকাল

রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হলো “নাভানা রাঙ্গামাটি হাফ ম্যারাথন-২০২১”

পার্বত্য শহর রাঙ্গামাটিতে আজ ১৭ ডিসেম্বর, ২০২১ খ্রি প্রথমবারের মত “নাভানা রাঙ্গামাটি হাফ ম্যারাথন-২০২১” অনুষ্ঠিত হয়েছে। “Run to end cervical and breast cancer এ প্রতিপাদ্যকে সামনে রেখে “রাঙ্গামাটি রানার্স” এবং মেডিসিন ক্লাব (মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত শিক্ষা ও সমাজকল্যাণমূলক সংগঠন)-এর যৌথ আয়োজনে স্বাস্থ্য অধিদপ্তর এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহযোগিতায় এ ইভেন্ট অনুষ্ঠিত হয়। ২১.১০ কিলোমিটার (হাফ ম্যারাথন) ও ১০ কিলোমিটার এ দুই ক্যাটাগরিতে দেশের বিভিন্ন এলাকা থেকে দুইশত দৌড়বিদ এ ইভেন্ট অংশগ্রহণ করেন।

ইভেন্টের ১০ কিলোমিটার ক্যাটাগরির পুরুষ বিভাগে ৪৫ মিনিট ৩২ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হন সাক নাহিদ, ৪৬ মিনিট ৫১ সেকেন্ড সময় নিয়ে মোঃ শরিফুল ইসলাম ১ম রানার্স আপ এবং ৪৭ মিনিট ১৬ সেকেন্ড সময় নিয়ে শাকিল সিদ্দিকী ২য় রানার্স আপ হন। মহিলা বিভাগে ১ ঘণ্টা ০৭ মিনিট ২২ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হন শবনম আক্তার, ১ ঘণ্টা ৩২ মিনিট ৪৯ সেকেন্ড সময় নিয়ে শারমিন আক্তার শিল্পা ১ম রানার্স আপ এবং ১ ঘণ্টা ৩৪ মিনিট ৩ সেকেন্ড সময় নিয়ে ২য় রানার্স আপ হন রাঙ্গামাটির আকাশ লীনা চাকমা। ২১.১০ কি.মি হাফ ম্যারাথন ক্যাটাগরির পুরুষ বিভাগে ১ ঘণ্টা ৫০ মিনিট ৩৯ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হন রাঙ্গামাটির নবজীব চাকমা, ১ ঘণ্টা ৫১ মিনিট ৬ সেকেন্ড সময় নিয়ে রাঙ্গামাটির উৎস চাকমা ১ম রানার্স আপ এবং ১ ঘণ্টা ৫৪ মিনিট ২৩ সেকেন্ড সময় নিয়ে ২য় রানার্স আপ হন ফোরহান জামান। মহিলা বিভাগে একমাত্র অংশগ্রহণকারী মমতাজ বেগম নির্ধারিত সময়ের মধ্যে সমাপ্ত করে চ্যাম্পিয়ন হন।
প্রতিযোগিতার শুভ উদ্ধোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জনাব নিখিল কুমার চাকমা। পুরষ্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে প্রাইজমানি, ক্রেস্ট ও মেডেল বিতরণ করবেন খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব দীপংকর তালুকদার, এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, ভাইস-চ্যান্সেলর, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জনাব মোহাম্মদ মিজানুর রহমান, জেলা প্রশাসক, রাঙ্গামাটি, জনাব মো: তাছাদ্দিক হোসেন কবীর, অধ্যক্ষ, রাঙ্গামাটি পাবলিক কলেজ এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও রাঙ্গামাটি প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি সুনীল কান্তি দে উপস্থিত ছিলেন।