২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ মঙ্গলবার শরৎকাল

ভাসানচরে যাচ্ছে আরো ৬১৩ রোহিঙ্গা

দুইটি জাহাজে করে আরো ৬১৩ রোহিঙ্গাদের নিয়ে যাওয়া হচ্ছে ভাসানচরে। এছাড়াও আরেকটি জাহাজে তাদের মালপত্র নিয়ে রওনা হয়েছেন। ১৮ ডিসেম্বর সকাল ১০টা ২০ মিনিটে চট্টগ্রাম বোট ক্লাব থেকে নৌবাহিনীর তিনটি জাহাজ তাদের নিয়ে ভাসানচরের উদ্দেশে রওনা হয় বলে জানান রোহিঙ্গাদের সঙ্গে ভাসনচরে যাওয়া সংশ্লিষ্টরা।
গত ১৭ ডিসেম্বর রোহিঙ্গাদের কক্সবাজারের উখিয়া থেকে চট্টগ্রামে আনা হয়। রাতে তারা চট্টগ্রামের বিএএফ শাহীন কলেজ মাঠের অস্থায়ী তাঁবুতে অবস্থান করেন। সেখানেই তাদের খাবারের ব্যবস্থা করা হয়। দুপুরের পর রোহিঙ্গা শরণার্থীরা ভাসানচরে গিয়ে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে কড়া নিরাপত্তায় বিএএফ শাহীন কলেজের অস্থায়ী ট্রানজিট ক্যাম্প থেকে পতেঙ্গা বোট ক্লাবে নিয়ে যাওয়া হয়।