২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ মঙ্গলবার শরৎকাল

বালুছড়া এলাকার বখতেয়ার কলোনীর বস্তিতে আগুন

নগরের বালুছড়া এলাকার বখতেয়ার কলোনী নামক একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণের ফায়ার সার্ভিসের ৩টি স্টেশনে ৬টি গাড়ি কাজ করছে। আজ ১৮ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নগরের বায়েজিদ থানাধীন বালুছড়ার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কবির আহমদ মাধ্যমে জানান, বেশ কিছু বসতঘরে আগুন লেগেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে কাজ শুরু করি। ঘণ্টা খানেক পেরিয়েছে এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বায়েজিদ স্টেশন ছাড়াও হাটহাজারী ও চন্দনপুরা ফায়ার স্টেশন আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছেন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণের আসার পর বলা যাবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুন নিয়ন্ত্রণের কাজে সহযোগীতা এবং প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম।