২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ মঙ্গলবার শরৎকাল

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির পাহাড়তলি থানা শাখার সম্মেলন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির পাহাড়তলি থানা শাখার সম্মেলন সম্পাদক কমরেড সাদেক আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলনে পার্টির বিভাগীয় কমিটির আহবায়ক কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মৃনাল চৌধুরী , জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড মছিউদ- দৌলা ও সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড নূরুচ্ছাফা ভূঁইয়া উপস্থিত ছিলেন। সম্মেলনে কমরেড সাদেক আহমেদ চৌধুরীকে পুনরায় পাহাড়তলি থানা শাখার সম্পাদক ও কমরেড পুর্ণ দাসকে সহ সম্পাদক নির্বাচিত করা হয়। সম্মেলনে পার্টির সাংগঠনিক বিষয়ের উপর আলোচনা উপস্থাপন করেন কমরেড মৃনাল চৌধুরী। দ্বাদশ কংগ্রেসের রাজনৈতিক প্রস্তাবের উপর আলোচনা উপস্থাপন করেন কমরেড নূরুচ্ছাফা ভূঁইয়া ও কমরেড মছিউদ – দৌলা। বক্তারা বলেন মুক্তি যুদ্ধের বিজয়ের ৫০বছর পার করলেও শ্রেণী বৈষম্য উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে। স্বাধীনতার পর দুই জন কোটিপতি ছিল,এখন হাজার কোটি পতিতে উত্তীর্ণ হয়েছে। মুক্তি যুদ্ধের অর্জন রাষ্ট্রীয় শিল্প খাতকে লুটপাট করে ধ্বংসের শেষ সীমানায় নিয়ে গেছে। বিজয়ের সুফল শতকরা ১০ জনের ঘরে কুক্ষিগত হয়েছে। দেশে বিদ্যমান সংকটের জন্য দায়ী লুটেরা বাজার অর্থনীতি ও রাজনীতি । দেশও জনগণের তিন শুত্রু হলো সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও লুটেরা ধনী শ্রেণী, তাদের বিরুদ্ধে ৯০ ভাগ মানুষের ভাগ্য বদলের জন্য সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণ আনন্দোলন গড়ে তোলার ডাক। কমিউনিস্ট পার্টি জেলা সম্মেলন ও দ্বাদশ কংগ্রেসকে সফল করার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি