২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ বুধবার শরৎকাল

শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন : সিটি মেয়র

নিউজ চাটগাঁ ডেক্স : জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ এবং পথ অনুসরণ করে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক সমাজ গড়তে পারলেই তাঁদের আত্মত্যাগ স্বার্থক হবে। ২০২১সাল বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের বছর। বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার দায়িত্ব হচ্ছে এপ্রজন্মের সন্তানদের। তিনি আগামী প্রজন্মকে ৭১’র চেতনায় উজ্জীবিত হয়ে আগামীদিনের নেতৃত্ব হাতে নেয়ার প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। আজ মঙ্গলবার সকালে পাহাড়তলী বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে তিনি একথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন মো. গিয়াস উদ্দিন, মো. শহীদুল আলম, আবদুস সালাম মাসুম, ড. নেছার উদ্দিন আহমেদ মঞ্জু, জহুরুল আলম জসিম, হাসান মুরাদ বিপ্লব, এসরারুল হক, জাহেদা বেগম পপি, সচিব খালেদ মাহমুদ, মো. নজরুল ইসলাম, মুহাম্মদ আবুল হাশেম, রফিকুল ইসলাম মানিক, হুমায়ুন কবির চৌধুরী, মোরশেদুল আলম চৌধুরীসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।