২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার শরৎকাল

শীতের সকাল

শিশিরভেজা সকালবেলা
হাঁড় কাঁপানো শীত,
চাদর গায়ে শিশু-বৃদ্ধ
গাই যে শীতের গীত।

মা বলে উঠ্ রে বাপু
খেজুর রস হয়েছে গরম,
খেতে ভালো ভাঁপাপিঠা
স্বাদ কিন্তু চরম।

মাঠে ঘাটে আমন ধান কৃষকের মুখে হাসি,
শীতের সকাল সূর্য্যের তাপে
রোদ পোহায় পাড়া- পড়শি।